জুলাইয়ের র‍্যাপ গান, পর্ব-১

আওয়াজ উডা

 

HANNAN, SnareByt – AWAAZ UTHA (আওয়াজ উডা) | BANGLADESH

Written and Performed By HANNAN

Produced By SnareByt

 

HOOK

আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ 

রাস্তায় এত রক্ত কাগো আওয়াজ উডা 

আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ 

রাস্তায় গুল্লি করলো কেডা

আওয়াজ উডা বাংলাদেশ

 

VERSE

আমরা বলে রাজাকার কয় দি দেশের রাজাকার

ছাত্র আওয়াজ না উডাইলে দেশের ভিত্তে হাহাকার

গদিত বইসে স্বৈরাচার কত কিছু শইয়া আর 

তর পজিশন টিক্কা থাকবো কত ভাই ক মইরা আর 

নামসি বুকে পতাকা দেশ বেচতাসোস কয় টেকা ? 

সিলেট যহন ডুইব্বা গেসে পানি আইসে কইথেকা? 

আবু সাঈদরে গুল্লি করলি অডার দিলো কইথেকা? 

এবার রাস্তায় লাখো সাঈদ কইলজা থাকলে ঠেকাগা! 

 

আমার বইন যে মাইরা দিলি তর ঘরের টা মারতি তুই 

তর না দেইক্ষা মাইরা দিলি নিজের ওইলে পারতি তুই 

হকের কেউ খাইয়া লাইলে এমনে কি আর ছারতি তুই

একটা মারবি দশটা পাডাম আর কয়ডারে মারবি তুই

শহিদ হইলো আবু সাইদ এরপর গেলো আসিফ ও 

রাফি গেলো তারও পরে গেলো ওয়াসিম আদনান ও

সোনার বাংলা রয়া যাইবো সোনার ছেলে বাদ্দা গো 

কাপুরুষ এর পরচিয় তগো কইলজা রাখসি মাপ দা গো

ছাত্র ছারা লীগ হয় নাই তর লীগের কামডা ঠিক হয় নাই

সাধীন বাংলা কইসে খালি বাংলা আর সাধীন হয় নাই

দেশ টা যে কারো বাপের একা ওর বাপে কয়া যায় নাই 

হের বাপে যা কইরা গেসে ওর ভিত্তে এডি রয়া যায় নাই

যেউ বুকে কাল্কে মেডেল ঝুলবো ওই বুকে আজকে গুল্লি কে

কথা হইলো মুরদার দেশে ন্যায় এর আওয়াজ তুলবি কে

৫২র টা ভুলতারি নাই ২৪ এর টা ভুলবি কে 

শিক্ষার মাজা ভাংগবি তাইলে স্কুল কলেজ খুল্লি কে!

বাংগালী ত বোকা ভাই আমরা পায়ে পায়ে ধোকা খাই 

এত বছর চুইশ্শা খাইসোস পরের পাচে ও তরে চাই

ঘরের সন্তান যে ঘরে নাই এই চিন্তা আপায় করে নাই 

কত ঝর যে আইলো গেলো চেয়ার আপার লরে নাই 

 

না কোন লীগের আমরা না আইসি কোন দলের তে

নামসি রাস্তায় কাফোন মাথায় টাইন্না আনুম তলের তে

সাইদ আমি গুল্লি লমু হাসি মুখে নলের তে 

স্টুডেন্ট গো আওয়াজ ডাবা কমান্ড আইসে দলের তে? 

 

Hook

আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ কর বাংলাদেশ 

রাস্তায় এত রক্ত কাগো কথা ক বাংলাদেশ

আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ 

আমার ভাই বোন মারসে কেডা 

আওয়াজ উডা বাংলাদেশ।

 

কথা ক

 

Produced By Shezan Beatz, Recording – Rakib Hassan Mixed and Mastered By SnareByt

 

52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক 

দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক

আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক

কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?

 

জোর যার মুল্লুক তার! আগে ক মুল্লুক কার?

লাঠির জোরে কলম ভাঙ্গে, শান্তির নামে তুললো খার

কাইল মারলি, পরশু মারলি, মারতে আইলি আজ আবার!

রাজায় যহন প্রজার জান লয় জিগা তাইলে রাজা কার?

আমার মানচিত্র কান্দে আইজকা দেইক্ষা দ্যাশের হাল রে

লাল সবুজের পতাকা মা পুরাডাই দেহি লাল রে

তলোয়ার হইয়া কাটে যাগো হওয়ার কথা ঢাল রে 

পাপের জিহ্বায় সইতারে না উচিত কথার ঝাল রে

এইত্তর দালালের মায়রে, মাইরা দ্যাশের বাইরে

দলের ভাইয়ের শেল্টার লইয়া মারোস নিজের ভাইরে

যহন দ্যাশ বেইচ্চা ক্যাশ করোস দ্যাশপ্রেম যায় কই তর?

মাইরা যাগোর মাথা ফাডাস মারতি হইলে বইন তর?

মাইয়া পোলা ফ্রন্টলাইনে, অনলাইনেও সিন ডা

টোকাই ঘুরে চাক্কু হাতে, ঠোল্লা চুরি পিন্দা

মারতে আইলে মাইরা দিবি, মুর্দা নাইলে জিন্দা

রাইত দেইখা ডরাইস না কেউ রাইতের পরেই দিনডা

 

52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক 

দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক

আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক

কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?

 

নিজের ভাইসের গোস্ত খাস বিবেকের তলপ্যাডে পোঁচ মাইরা, 

যারা তুলে আওয়াজ অগো টিটকারি দেস পোস্ট মাইরা

ছাত্র দিসে ভাষা আইন্না, দ্যাশ বানাইসে ছাত্ররা

যেই হাতে কলম খাতা ওই হাতে দেস হাতকড়া

মুক্তির লেইগা যুদ্ধ কইরা মুক্তিডাই তর মিললো কই?

ভাষার লেইগা লইড়া যদি বোবা হইয়াই পইড়া রই!

এই বেডা যুক্তি কই, মিঠা মিঠা যত উক্তি কই

দ্যাশের মেরুদন্ড ভাঙতে যাইয়া 

নিজের নিজে কবর খুড়বি অই

দেশ গড়ার সবক দিয়া কামের সময় সইরা যাস!

কার রক্তে পাড়া দিয়া বিজয় মিছিল কইরা যাস?

মায়ের বুক খালি কইরা রঙ্গের মহল গইড়া যাস?

যা, বাইচ্চা থাক খালি জানি ভিত্রেরতে মইরা যাস

জবান খুললেই জবান সিলাই, আর সিলাইবো কয়জনের

একজনে মা পইড়া গেলেও খাড়ায় যাইবো ছয় জনে 

জন্ম লইসি মরতে মরার ডর দেহাইস না আমাগো

এক সেজানে মরলেও লাখো সেজান কইবো কথা ক

 

52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক 

দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক

আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক

কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?

 

বায়ান্ন 

 

COLDKRAFT, BIHAN – BAYANNO (বায়ান্ন) | BANGLADESH

 Written and performed by Coldkraft 

মুর্দা চিনে শকুন জবাব রক্তে মিলে জবানের 

মুদ্রা চিনে মূর্খ এদিক নই আর রাস্তা রিটার্নের

নৌকায় জলদস্যু পারি জমায় জবাই সোমবার থে 

কলম ধরতে শিখছি বইলা কোপটা পড়ব তলোয়ারের

 

আইন আর শৃঙ্খলা পট্টি পইড়া আন্ধারে

ঘুম আইব না চোখে যখন চিৎকার হুনবি মাঝরাতে

রক্ত দিয়া দেশটা কেনা, মালিক কারো বাপ না রে

দৈত্যর রূপে মানুষ এনে চলা লাগে সাবধানে

 

ভাষা দিয়া মারে মারেই করল বোবা এরা

তাদের খিলাফ রাজপথে মা মেধা দিয়া মোকাবেলা

বীর থাকে না স্থির বেটা এক পড়লে হয় একশর পয়দা

হকের কথা প্রজার মুখে স্বৈরাচারীর কানে সয় না

 

লড়াই অধিকারের, ছাত্রগো কয় রাজাকার

৬ জন বীরের পড়ল লাশ, সারাদেশে হাহাকার

দেনা পাওনার হিসাব মিটা খাড়া আমরা ১২ মাস

১৮ টা নামুক আবার জাগমু আমরা কাটায় রাত 

 

অতীতের মায়াকান্না দেশবাসী আর হুন্তে চায় না

বর্তমানে ফেরত আয় মাইনশে এডি গল্প খায় না

পাশে থাকার চাঁপা ছাড়া, চোরে চোরে মামা ভাইগ্না

মারবি যত মারিস আমগো শহীদ হলে মরা যায় না

 

হেলমেট, অস্ত্র, শব্দবোমা স্বপ্নের দেশ টাই দিসে আপা

মাথা উচায় খাড়াই আমরা, দামাল ছেলের হাতে রামদা

রণক্ষেত্র না রে এডা, সারাদেশে গণহত্যা

মানবতার মায়ের দেশে জানোয়ারে মুক্তিযোদ্ধা

 

রুটি দিলেই পটে কুত্তা, সনদ পাইবি কেজির দরে

পইড়া-লেইখা হইবটা কি? থাকতে যখন হইব ডরে 

স্বাধীন তাইলে হইলাম কোথায় প্রশ্ন আনলে বডী পড়ে

খাটতে চাইলাম দেশে রইয়া এরাই বাইরায় যাইবার বলে

 

রক্ত দিতে ডরায় না কেউ, হকটা সবার সমান চাই

৫২’র তে ২৪ সালের মধ্যে কোন তফাৎ নাই 

মইরা গেলেও কথা ক, আর নাইলে কোন প্রমাণ নাই

রাস্তা চাইসি নিরাপদ, ঐ রাস্তায় মরে পোলাপাইন

 

আমলা দেশ চালায় কতদুর তাদের যোগ্যতা

আমার ভাই আর বইনের রক্তে রাঙ্গায় দিল পতাকা

শান্তিপূর্ণ আন্দোলনরে বানায় দিল কারবালা

হাতে যার নাই হাতিয়ার, ওর হাতেই দিল হাতকড়া

 

লাশ যায় না কবরে গায়েব কইরা পুলিশকেস

রক্তে লেখা ইতিহাস এই আমার-তোমার বাংলাদেশ

ঘর ভাইঙ্গা বেহুলার বেহুদা ধরে বীরের বেশ

হেলমেট মাথায় দানব পেটে লাথি দিয়া ভরে পেট

 

দেশবাসীগো রক্তমাখা হাতে খাওয়াস পরিবার

বাপরে কিন্তু পাপ ছাড়েনা, মনে রাখিস পরিণাম

অভিযোগের লাইগা জান যায় পয়দা লওয়াই অভিশাপ

বোবার নাকি শত্রু নাই, তাই আওয়াজ তুললেই বলিদান

 

মেরুদণ্ড হওয়ার আগেই সন্তান মরে মায়ের পেটে

প্রশাসনও মুখ ফিরাইসে আপন নাই কেউ আমগো এনে

সাক্ষী কয়ডা করবি গায়েব? কবর ফুরায় যাচ্ছে দেশে

রক্ষা করার কথা যাগো, ওরাই হত্যাকারীর পিছে 

 

লুইটা খাইলো একটাই জোট, আর দেশটা ফিরা আইলো না

দেখি নাই বিজয়ের মাস আর দেখলাম না স্বাধীনতা

রক্ত মাখা জুলাই দেখলাম পাঁচ-ও ওয়াক্ত জানাযা

বাইচা থাকুক বাংলাদেশ আর ৫২’র ঐ চেতনা।

 

 

 

Scroll to Top